Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়, কলারোয়া,সাতক্ষীরা একটি গুরুত্বপূর্ণ সরকারি সংস্থা। ইহা কন্ট্রোলার জেনারেল অব একাউন্টস বা সি জি এ, ঢাকা এর নিয়ন্ত্রানাধীন জেলা পর্যায়ের কার্যালয়। পূর্বে জেলা প্রশাসনের অধীনে ট্রেজারি অফিস সমূহ হিসাব রক্ষণের যে করতো তা বর্তমানে হিসাব মহা নিয়ন্ত্রক (সিজিএ) বাংলাদেশ এর প্রশাসনিক আওতায় সিএও অফিস, বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক অপিস, জেলা হিসাব রক্ষণ অফিস এবং উপজেলা হিসাব রক্ষণ অফিস সমূহে স্থানান্তর করা হয়েছে।জেলা ট্রেজারি অফিসারের পরিবর্তে হিসাব মহা নিয়ন্ত্রক বাংলাদেশ বরাবর সরকারের হিসাব রক্ষণের দায়িত্ব অর্পন করা হয়েছে।সরকারি হিসাব সংরক্ষণ কোন বিভাগের একক দায়িত্ব নয়।সংশ্লিষ্ট বিভাগ এবং হিসাব রক্ষণের দায়িত্বে নিয়োজিত অফিসার যৌথভাবে এই দায়িত্ব পালন করে থাকেন। অনুমোদিত বাজেটের ভিত্তিতে ব্যয় নির্বাহ হিসাবের বেতন পত্র সংরক্ষণ, আর্থিক নিয়ম-কানুন প্রতিপালন মিতব্যয়িতা, স্বচ্ছতা এবং সরকারি হিসাব সম্পর্কে মন্ত্রনালয়/ বিভাগের প্রধানগণ সরকার এবং সংসদের নিকট দায়ী থাকবেন। হিসাব রক্ষণ অফিস হিসাব সংকলনস করিয় একিভূত হিসাবের বিবরনী মন্তব্রসহ সরকারের নিকট দাখিল করিয়া থাকেন।

বর্তমানে হাতে কোন রেজিস্ট্রার পরিপালন করা হয় না । বিল প্রাপ্তির পর প্রতিটি বিলে টোকেন নম্বর প্রদানপূর্বক তা কম্পিউটারে এন্ট্রি করতঃ পাশ করা হয়। পাশ করার পর পেমেন্ট অর্ডার কম্পিউটারে (iBAS Integrated Budget & Accounting System) দ্বারা আটোমেটিক পদ্ধতিতে পাওয়া যায়। শুধুমাত্র প্রিন্ট করে ব্যাংকে পাঠানো হয়। বর্তমানে অত্র কার্যালয়টি সাতক্ষীরা-ঢাকা মহা সড়কের পশ্চিম পার্শ্বে  উপজেলা  প্রশাসন,কলারোয়া, সাতক্ষীরা  কার্যালয়ের মধ্যে অবস্থিত।